SYMBOL OF HONOUR AND PRIDE

General S M Shafiuddin Ahmed, SBP (BAR), OSP, ndu, psc, PhD
24 June 2021General S M Shafiuddin Ahmed, SBP (BAR), OSP, ndu, psc, PhD has taken over the Command of Bangladesh Army as the 17th Chief of Army Staff on 24 June 2021.
The General was born on 01 December 1963 in a reputed Muslim and Freedom Fighter Family in Khulna. He was commissioned with 9th BMA Long Course in the Corps of Infantry on 23 December 1983 in Bangladesh Army. He has been maintaining a phenomenal military career having the blend of Command, Staff and Instructional experiences at different levels with Bangladesh Armed Forces and Overseas Peacekeeping Mission.
Read MoreNews & Updates
CURRENT CIRCULARS
81ST DSSC (AMC) - MALE/FEMALE
Currently Open Courses
Course Name/Category | Apply Deadline | |
---|---|---|
81st DSSC (AMC) - Male/Female |
Starts: 27 January 2023 Ends: 25 February 2023 |
81st DSSC (AMC) - Male/Female |
৮১তম ডিএসএসসি (এএমসি) কোর্স - পুরুষ/মহিলা
আবেদনের সময়কাল: ২৭ জানুয়ারি ২০২৩ হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৩
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।আবেদন ফি: ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য)
বয়স:
০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে)
খ। ইন্টার্নশীপ সম্পন্নকারী
গ। উচ্চ মাধ্যমিক:
(১) জাতীয় মাধ্যম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
ঘ। মাধ্যমিক:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৩ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জুলাই ২০২৩ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
৫। মেডিকেল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচন পদ্ধতি:
১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০৩ মার্চ ২০২৩ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ ২০২৩ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৯ এপ্রিল ২০২৩ হতে ১৩ এপ্রিল ২০২৩ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
ABOUT BANGLADESH ARMY
General
Bangladesh Army emerged during the Liberation War of Bangladesh in 1971. The mission of Bangladesh Army is to defend the sovereignty and territorial integrity of Bangladesh. In addition to its primary mission, the Bangladesh Army is also assisting the civilian government during times of national emergency.
Role of Bangladesh Army
Bangladesh Army intends to build a well trained and well-equipped deterrent land force to meet the traditional and non-traditional threats and challenges of 21st century. However, the roles of Bangladesh Army are:
To defend sovereignty and territorial integrity.
To plan and develop the mobilization of civil resources in support of land operations.